ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
নরসিংদীতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীতে ৩৪০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ জুলাই) সকালে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- কাউরিয়াপাড়ার সাত্তার মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০), ঘোষপাড়ার মৃত সিফর আলীর ছেলে কবির হোসেন (৪০) ও সাটিরপাড়া বকুলতলার কাশেম মুন্সির ছেলে শাহজাহান মিয়া (৪৫)

পুলিশ জানায়, সকালে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়ায় জেলা প্রশাসন, র‌্যাব ১১ ও পুলিশের সমন্বয়ে মাদক উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউরিয়াপাড়ার চিহ্নিত মাদক কারবারি সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪০টি ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক উদ্ধারের যৌথ অভিযানে উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট রাজিব দাস , র‌্যাব-১১ নরসিংদীর সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার হাম্মাদ হোসেন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ও উপ-পরিদর্শক কামরুজ্জামান।

নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাররা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। সোহেল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে ১২টি মামলা, কবিরের বিরুদ্ধে ১১টি মামলা ও শাহজাহানের বিরুদ্ধে ১৩টি মামলার রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসআরএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।