ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজার ‘সেফ জোনে’ ইসরায়েলি হামলায় নিহত ৯০   

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
গাজার ‘সেফ জোনে’ ইসরায়েলি হামলায় নিহত ৯০   

হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ ও তার ডেপুটি রাফা সালামাকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৩ জুলাই) গাজার সেফ জোন হিসেবে পরিচিত আল-মাওয়াসি ক্যাম্পে চালানো এই হামলায় আহত হয় আরও কমপক্ষে ৩০০ জন।

 

এক বিবৃতিতে গাজায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে বহু মানুষ।

কয়েক সপ্তাহের মধ্যে গাজায় সবচেয়ে মারাত্মক হামলা এটি। এর আগে খান ইউনিসের এই ক্যাম্পকে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল।  

হামালার পর শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দেইফ বা অন্য কোনও হামাস কমান্ডার নিহত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়, হামাসকে লক্ষ্য করে আরও হামলা হবে।

এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়াহ ইসরায়েলি দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি নেতানিয়াহু গণহত্যা চালিয়ে গাজা যুদ্ধবিরতিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন।

ইসরায়েলি বাহিনী আজও (১৪ জুলাই) বেসামরিক লোকদের উপর বোমা হামলা চালিয়েছে। তাদের হামলায় উত্তর গাজায় কমপক্ষে ১৬ ফিলিস্তিনি এবং দক্ষিণ রাফাতে আরও ছয়জন নিহত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।