ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগুনে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় দুই কৃষক, অর্ধকোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আগুনে সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় দুই কৃষক, অর্ধকোটি টাকার ক্ষতি

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুই সহোদর কৃষকের দুটি বসতবাড়িসহ অন্তত তিনশত মণ পাট। আগুনে সারাজীবনের কষ্টে অর্জিত সম্পদ হারিয়ে পাগলপ্রায় ক্ষতিগ্রস্ত দুই সহোদর।

 

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা মিরেরগ্রাম এলাকার কৃষক মো. বাচ্চু মণ্ডল ও তার ভাই মো. বারেক মণ্ডলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই ভাই।

প্রতিবেশী আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মিরেরগ্রামের রাজ্জাক মণ্ডলের দুই ছেলের বসতঘর থেকে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পাই। মুহূর্তের মধ্যেই সেই আগুন দুটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আর স্থানীয়রা মিলে আগুন নেভায়। ততক্ষণে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. বারেক মণ্ডল বলেন, আমরা দুই ভাই কৃষক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কৃষিকাজ করতে মাঠে যাই। সকাল ৯টার দিকে খবর পাই গ্রামে আগুন লাগছে। পরে দৌড়ে এসে দেখি আমাদের দুই ভাইয়ের বসতঘরেই আগুন লেগেছে। চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে গেল। আগুনে আমাদের দুই ভাইয়ের দুটি বসতঘর, নগদ ছয় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, ঘরে মজুদ থাকা ৩০০ মণ পাটসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। এটাই ছিল সারাজীবনের পুঁজি। এসব হারিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম।  

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি বসতঘরসহ বিপুল পরিমাণে পাট পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।