ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিষ খাইয়ে দুই শিশুকন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
বিষ খাইয়ে দুই শিশুকন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা  

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই শিশুকন্যাকে বিষ পান করিয়ে হত্যার পর নিজেও বিষপান করে আত্মহত্যার করেছেন আব্দুর রউফ (৩২) নামে এক যুবক।  সম্প্রতি তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেছেন।


 
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আতিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ, তার মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।  
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম স্থানীয়দের বরাতে জানান, আব্দুর রউফ ঋণগ্রস্ত হয়ে সহায় সম্পদ বিক্রি করতে থাকেন। সম্প্রতি বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ঝগড়া হলে তার স্ত্রী বাবার চলে যান।
 
এরপর শুক্রবার ভোরে প্রথমে দুই সন্তানকে নিয়ে নিজে বিষপান করেন। শুক্রবার ভোরে তাদের বিষাক্রান্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। এ অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেরই মৃত্যু হয়।

মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।