ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

দেড় ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে গাবতলী বস্তির আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, মার্চ ৬, ২০২৫
দেড় ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে গাবতলী বস্তির আগুন

ঢাকা: প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৫ মার্চ) দিনগত রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীতে অবস্থিত শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১১০০ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।