ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সাড়ে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, মার্চ ১০, ২০২৫
ঝিনাইদহে সাড়ে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের অভিযোগে ১১ দিন পর থানায় মামলা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি ওই ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে।

কিন্তু, শিশুটি অসুস্থ হয়ে পড়লে এখন তা সামনে চলে এসেছে। শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ারস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য।

শিশুটির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি পোলতাডাঙ্গা গ্রামের রেজাউল খন্দকারের ছেলে রাজ মিস্ত্রি ইমরান হোসেন স্থানীয় ভুট্টো ক্ষেতে শিশুটিকে ধর্ষণ করেন।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খান জানান, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

পরে ধর্ষিতা শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামি ইমরানকে আটক করার জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১০ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।