ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

শহীদ পরিবারের মূল্য না থাকলে অন্তর্বর্তী সরকারেরও থাকবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
শহীদ পরিবারের মূল্য না থাকলে অন্তর্বর্তী সরকারেরও থাকবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে তাদের সঙ্গে বে-ঈমানি করা হবে।

রোববার (২৩ মার্চ) বিকেলে একটি সংবাদমাধ্যম আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণঅভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, কিন্তু তালিকায় তাদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ নারীদের যদি ভুলে যাই তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে তারা আন্দোলনে শহীদ হলেন, এখন কি অবস্থায় জীবনযাপন করছেন তাদের পরিবারগুলো- এসব নিয়ে কথা বলেন তারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক মাহফুজ আনাম, সঞ্চালনা করেন সাংবাদিক ইমরান মাহফুজ। বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিমকোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নারী শহীদের পরিবার।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
জিসিজি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।