ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার আফজাল হোসেন

মেহেরপুর: কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেন মেহেরপুরে গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজাল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়।  

এরপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আশ্রয়দাতা মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।  

মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা বলেও জানান তিনি।

মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকেলে পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাদের হাতে তাকে সোপর্দ করা হবে।  

একটি সূত্র জানায়, সোমবার ভোররাতের দিকে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল আফজালের। এজন্য সীমান্তের একটি চক্রের সদস্যদের সঙ্গে মোটা অংকের টাকার চুক্তি করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।