ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাবতলীতে ভিড়, বাসের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
গাবতলীতে ভিড়, বাসের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ গাবতলীতে আজও যাত্রীদের চাপ। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। অনেকেই আজ (১ এপ্রিল) ঢাকা ছেড়ে যাচ্ছেন।

তবে যাত্রীদের অনেকে বাসের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলছেন।

যাত্রীরা বলছেন, টিকিটের দাম নির্ধারিত সীমার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। অনেকে আবার বাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, গাড়ির তুলনায় যাত্রীসংখ্যা অনেক কম। সেক্ষেত্রে কিছু কিছু গাড়ির সিট খালি যাচ্ছে।  

হানিফ পরিবহনের রংপুরগামী বাসের যাত্রী মো. হাবিবুর রহমান। কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, ঈদের দিন বিশেষ কারণে যেতে পারিনি। তাই পরিবার নিয়ে আজ গ্রামে যাওয়ার জন্য গাবতলীতে এসেছি। টিকিটও পেয়েছি। কিন্তু টিকিটের টাকা কিছু বেশি নেওয়া হচ্ছে।  

সকালে সৌহার্দ্য পরিবহনের এক যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ শোনা যায়। তিনি গাবতলীতে বিআরটিএর অভিযোগকেন্দ্রে গিয়ে অভিযোগ করেন। পরে বিআরটিএর পরিদর্শক সরাসরি পরিবহনের ম্যানেজারের কাছ থেকে বিস্তারিত ঘটনা জানেন এবং বাড়তি ভাড়ার অর্থ যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন।

সৌহার্দ্য পরিবহনের ম্যানেজার মোহাম্মদ স্বপন বাংলানিউজকে বলেন আমাদের গাড়ি ঢাকা থেকে সরাসরি মৃগী বাজার যায়, রাজবাড়ী যায় না। সে কারণে আমরা মৃগী বাজারের ভাড়া নিয়েছিলাম। বিআরটিএ অফিসার আসার পর আমরা টাকা ফেরত দিয়েছি।  

মিরপুর ১৩ সার্কেলের ভিজিলেন্স টিমের দায়িত্বে থাকা পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান বাংলানিউজকে বলেন আমাদের কাছে সকালে একটা অভিযোগ এসেছিল। সঙ্গে সঙ্গে ওই কাউন্টারে যাই এবং তাদের দুই পক্ষের কথা শুনি। পরে বাড়তি ভাড়ার অর্থ যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, আমাদের কাজ জরিমানা করা না, আমরা সমাধানের চেষ্টা করি। যদি সমাধানে না আসতে পারি, তখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
জিএমএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।