মাদারীপুর: মাদারীপুর শিবচরে বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার বাবুখাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবচরের কুতুবপুরের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন (২৫), শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ থানার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জাজিরার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান (২১) ও ইসকান খানের ছেলে অলি খান (২২)। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, দুপুরে বেপরোয়া গতিতে তিনটি পরস্পর বিপরীতমুখী মোটরসাইকেল বাবুখাঁর ব্রিজের কাছে সংঘর্ষ হয়। ঈদ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন ওই যুবকরা। প্রথমে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর আরেকটি মোটরসাইকেল চলে এলে সেটিও সংঘর্ষের মধ্যে পড়ে। এতে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে অলি খান ও রমজান নামে আরও দুই যুবকের মৃত্যু হয়।
এদিকে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা দাবি করছেন।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুইজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মোট চারজনে মৃত্যু হয়েছে। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫/আপডেট: ১৬৫৭ ঘণ্টা
এএটি