ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনের রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। তবে বিগত বছরগুলোর মতন তীব্র ভিড় আর যানবাহনের চাপ নেই রাজধানীতে প্রবেশ ও বাহির মুখ গাবতলী বাস টার্মিনালে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ছুটি শেষ না হওয়ায় ফিরতি যাত্রীর চাপ কম। তবে আগামীকাল চাপ বাড়তে পারে।

শুক্রবার (৪ এপ্রিল) এমন চিত্র দেখা যায় রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে।

রাজধানীতে ফেরায় চাপ কম থাকায় কোথাও ভোগান্তিতে পড়তে হচ্ছে না বলেছে যাত্রীরা। ফলে ভোগান্তিহীন ফিরতি যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।

সরেজমিনে রাজধানী গাবতলী ঘুরে দেখা গেছে, ছুটি চলাকালীন বিগত দিনগুলোর তুলনায় সড়কে বেড়েছে যান চলাচল। বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতিও। কিছুক্ষণ পর পর রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আসছে ফিরতি ঈদ যাত্রার দূরপাল্লার পরিবহন। তবে ফিরতি এ যাত্রায় দূরপাল্লার পরিবহনে চোখে পড়ার মতো যাত্রীর চাপ দেখা যায়নি।

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষ করে নাটোর থেকে রাজধানীতে ফিরেছেন অন্তু মাহবুব। তিনি বলেন, আগামীকাল থেকে অফিস শুরু হবে। তাই আজ ফিরে এসেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কে কোথাও যানজট বা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। বাড়িতে গিয়েই ফিরতি টিকিট কেটে রেখেছিলাম তাই আসার সময় টিকিট পাওয়ারও কোনো সমস্যা হয়নি। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রায় টিকিট পেতে কোনো ভোগান্তি ছিল না।

দিনাজপুর থেকে পরিবার নিয়ে রাজধানীতে ফিরলেন জুবায়ের হোসেন। তিনি জানান, আগামীকাল ছুটি শেষ হবে আমার। রোববার থেকে অফিস শুরু। যেহেতু পরিবার নিয়ে ফিরতে হলো তাই আজই ফিরে এলাম যাতে একদিন অন্তত বিশ্রাম নিয়ে অফিস শুরু করতে পারি।

তিনি বলেন, রাস্তার কোথাও তেমন কোনো ঝামেলা হয়নি। ঠিকঠাক ভাবেই ফিরে আসতে পেরেছি। গাড়িতেও বিগত বছরগুলোর মতন অতিরিক্ত যাত্রীর চাপ ছিল না।

ফরিদপুর থেকে ঢাকায় ফিরলেন সৌরভ। তিনি বলেন, রাস্তায় কোথাও কোন ভোগান্তি ছিল না। কোন সমস্যা ছাড়ায় ঢাকায় ফিরে আসতে পেরেছি।  

তিনি বলেন, আগে যাতায়াতের সময় ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। তবে বিগত বছরগুলোতে টিকিট পেতে যে ভোগান্তি হতো এবার সেই ভোগান্তি নেই।

শ্যামলী পরিবহনের চালকের সহকারী মো.আবির আহমেদ বলেন, যাত্রী আছে তবে খুব বেশি তা না। টুকটাক যাত্রী আছে। আশাক রা যায় আগামীকাল যাত্রীর চাপ বাড়বে।

তিনি বলেন, বাসে মোটামুটি সব সিটেই যাত্রী ছিল। কিন্তু আগে যেমন যাত্রীর চাপে একাধিক গাড়ি ছেড়ে এসেছে এবার তেমনটা নেই। আবার গাড়িতেও অতিরিক্ত যাত্রী নেই।

হানিফ পরিবহনে চালকের সহকারী মো. আলমগীর হোসেন বলেন, এখনো ছুটি শেষ হয়নি এ জন্য যাত্রী কম। তাছাড়া এবার লম্বা ছুটি তাই একবারে যাত্রীর চাপ নেই। কেউ আজ আসছে কেউ কাল আসবে আবার কেউ দুইদিন আগেই চলে আসছে। তবে আগামীকাল কিছুটা যাত্রীর বাড়বে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।