মাদারীপুরে অন্তত এক ডজন মামলার আসামি গ্রাম পুলিশ কামাল সরদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে জেলা সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মৃত কেরামত সরদারের ছেলে এবং ইউনিয়নের গ্রাম পুলিশে কর্মরত তিনি।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে চাপাতলীতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে নিজ বাড়ি থেকে কামাল সরদারকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। মাদারীপুরের পৌরসভার থানতলীতে পুলিশ বাদী মারামারির মামলায় কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এলাকায় নানান অপকর্ম করে আসছিলেন অভিযুক্ত কামাল। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন বেশ কয়েকজন ভুক্তভোগী। গ্রাম পুলিশের ক্ষমতার দাপটে এমন ঘটনা একাধিকবার ঘটিয়ে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। কয়েকবার তাকে সতর্ক করা হলেও কোনো প্রতিকার মিলছিল না।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অন্তত এক ডজন মামলা রয়েছে। তাকে পুলিশ বাদী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এসআরএস