ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

এনসিপির সমাবেশে গরমে স্বস্তি ফেরাতে ছিটানো হলো শীতল পানি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মে ৯, ২০২৫
এনসিপির সমাবেশে গরমে স্বস্তি ফেরাতে ছিটানো হলো শীতল পানি  এনসিপির সমাবেশে গরমে স্বস্তি ফেরাতে ছিটানো হচ্ছে শীতল পানি 

ঢাকা: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। এনসিপি নেতা আশরাফ মাহাদীর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আজ শুক্রবার (৯ মে) দুপুর পৌনে তিনটার দিকে এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই তীব্র রোদের কারণে আন্দোলনকারীরা গরমে অস্বস্তি বোধ করতে থাকেন। এই পরিস্থিতিতে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাৎক্ষণিকভাবে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে স্প্রে কেননের মাধ্যমে পানি ছিটানো শুরু করে।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টা থেকে ডিএনসিসির স্প্রে কেনন জল দেওয়া শুরু করে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা অব্যাহত ছিল। সমাবেশস্থলে ডিএনসিসির দুটি স্প্রে কেননের গাড়ি দেখা যায়, যার মধ্যে একটি বিকেল থেকে সক্রিয়ভাবে পানি ছিটিয়ে যাচ্ছিল। স্প্রে কেননের শীতল পরশে সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে তাৎক্ষণিক স্বস্তি ফিরে আসে।

তীব্র গরমে পানি ছিটিয়ে স্বস্তি দেওয়ায় আন্দোলনকারীরা ডিএনসিসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। অনেক আন্দোলনকারী এমনও দাবি করেন যে, প্রশাসনের এই সহযোগিতা তাদের আন্দোলনকে আরও বেগবান করবে।

এদিকে, সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা যায়। বিভিন্ন ইসলামি দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

এর আগে, গত ৮ মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকেও তাদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ইএসএস/ এফএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।