ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে পৃথক অভিযানে মাদক বিক্রেতাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
চুনারুঘাটে পৃথক অভিযানে মাদক বিক্রেতাসহ আটক ২

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিক্রেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে বিষয়টি জানান।

আটকরা হলেন- চন্দনা গ্রামের মৃত আরব উল্লার ছেলে আব্দুস সালাম ও বানিয়াগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুমন মিয়া (৩০)।

বিমান চন্দ্র কর্মকার জানান, শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে উপজেলার চন্দনা গ্রামে অভিযান চালিয়ে ২৬ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ও একটি সিমকার্ডসহ আব্দুস সালাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।

অপরদিকে, একই রাতে উপজেলার বানিয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাজার আদেশপ্রাপ্ত আসামি সুমন মিয়াকে (৩০) আটক করা হয়। তিনি একটি চুরির মামলার এক বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি। বর্তমানে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।