ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তার চাদরে রংপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তার চাদরে রংপুর

ইংরেজি নববর্ষ ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে জোরদার করা হয়েছে রংপুরের নিরাপত্তা ব্যবস্থা। এ উপলক্ষে আতশবাজি ও পটকাসহ রাতে খোলা আকাশের নিচে যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার আবদুল আলীম মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।  

বাংলানিউজকে তিনি বলেন, দিবসটি উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোথাও যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, তার নজরদারির জন্য নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

কমিশনার আবদুল আলীম মাহমুদ জানান, নববর্ষের রাতে রংপুরে খোলা আকাশের নিচে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবেনা। পাশাপাশি পটকা ও আতশবাজি সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।