ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রামুর ঈদগড় থেকে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, জানুয়ারি ৯, ২০২১
রামুর ঈদগড় থেকে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ১ ...

কক্সবাজার: কক্সবাজারের রামুর ঈদগড়-বাইশারী সড়কের পানিস্যাঘোনা এলাকা থেকে একলাখ পিস ইয়াবাসহ আহম্মদ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিয়ে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সকাল দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়।

আহম্মদ বান্দরবানের রুমার আব্দুল হাফেজের ছেলে।

পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল ঈদগড়-বাইশারী সড়কের পানিস্যাঘোনা এলাকার রেনুরছড়া ব্রীজ সংলগ্ন রাস্তায় অভিযান চালায়। এসময় নম্বরবিহীন একটি সিএনজি অটো রিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারে ব্যবহার করা সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।