ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

৬ বছর অনুপস্থিত প্রধান শিক্ষক, নিয়মিত তোলেন বেতন-ভাতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, জানুয়ারি ৯, ২০২১
৬ বছর অনুপস্থিত প্রধান শিক্ষক, নিয়মিত তোলেন বেতন-ভাতা

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বৈরাগীপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের দুই বছরের বার্ষিক বেতন বাড়ানো স্থগিত করা হয়েছে। বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগে শিক্ষিকাকে এ দণ্ড দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘ ছয় বছর ধরে আমেনা বৈরাগীপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়মিত বেতন-ভাতাসহ অন্য সুযোগ-সুবিধা ভোগ করলেও বিদ্যালয়ে আসেন না। স্থানীয় শিক্ষা অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে তিনি বছরের পর বছর ধরে এ অনিয়ম চালিয়ে আসছিলেন।  

স্থানীয় অভিভাবকরা বিষয়টি লিখিতভাবে বিভাগীয় পরিচালক প্রাথমিক শিক্ষা, সিলেটকে জানালে অভিযোগের তদন্ত করা হয়। সত্যতা পেয়ে আমেনার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা রুজু করা হয়। মামলায় তার দুই বছরের বার্ষিক বেতন বাড়ানো স্থগিত করা হয়।

এ ঘটনায় বৈরাগীপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনার সঙ্গে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।