ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জানুয়ারি ১০, ২০২১
শীতলক্ষ্যা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীঘাট থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা বাংলানিউজকে বলেন, নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর চৌধুরীঘাটে নবজাতকের বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে  স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নবজাতক মেয়ে শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।