ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিমসটেক শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, জানুয়ারি ১০, ২০২১
বিমসটেক শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ

ঢাকা: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনকে (বিমসটেক) আরও শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ। বিমসটেক মহাসচিব তেনজিন লেখফেলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা বলেন।

রোববার (১০ জানুয়ারি) বিকেল ৫টা ২৩ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেখফেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। এ দেশগুলোর মধ্যে অনেক সম্ভাবনা এখনও অনাবিষ্কৃতও রয়েছে। তিনি বিমসটেককে পুরোপুরি কার্যকর করার জন্য জোর দেন।

বৈঠক প্রতিমন্ত্রী বিমসটেককে আরও শক্তিশালী করতে সহযোগিতা দেবেন বলে জানান। একইসঙ্গে বিমসটেক সচিবালয় নতুন করে সাজানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।