ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

কদমতলীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জানুয়ারি ১০, ২০২১
কদমতলীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটক দুইজন হলেন-মোহাম্মদ সুরাইম (২৫) ও নুরে আলম ওরফে রানা (৩৯)।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টায় র‌্যাব-১০ এর একটি দল কদমতলী থানার তুষারধারা আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ও পাঁচ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।