ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে জাল টাকাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জানুয়ারি ১০, ২০২১
বরিশালে জাল টাকাসহ আটক ১

বরিশাল: বরিশালে জাল টাকাসহ হাবিবুর রহমান হাবিব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

রোববার (১০ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর মহাশ্মশানের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান পটুয়াখালী জেলার মোতালেব মোল্লার ছেলে।  

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবকে আটকের পর তার কাছ থেকে দুইটি কাগজের প্যাকেটের মধ্যে থেকে এক হাজার টাকার দুইটি এবং ৫০০ টাকার দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।