ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নোয়াখালী: নোয়াখালী পৌরসভা গেট এলাকায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।

 

নিহত পারভেজ হোসেন (২২) জেলার সোনাইমুড়ী উপজেলার বর্জরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।

শনিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) জোবাইরুল হক বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, শনিবার বিকেলে নোয়াখালী পৌরসভা গেট এলাকায় দুইটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় অটোরিকশায় থাকা চালক ও যাত্রীসহ ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে পারভেজ হোসেন নামে এক যাত্রী মারা যান।  

হাসপাতাল সূত্র জানায়, আহতদের ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে অন্য পাঁচজনের অবস্থা আশংকাজনক। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।