ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

২২ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
২২ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরার পশ্চিম উলন এলাকায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকার জাল নোটসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতার আসামিরা হলো- মলয় মন্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২)।

 

অভিযানে তাদের কাছ থেকে ২২ লাখ ২৫ হাজার টাকার জাল নোট, জালনোট তৈরির ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ২টি, রংয়ের বোতল ৬টি, রংয়ের কৌটা ৫টি, ২ বান্ডিল টাকা তৈরির কাগজ, ফেবিকল গাম ১ কৌটা, লেমিনেটিং মেশিন ১টি, প্রিন্টিং ব্রাশ ২টি ও ১টি কাটার উদ্ধার করা হয়।

বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে রামপুরার পশ্চিম উলন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল নোট প্রস্তুতের সময় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরেই জাল নোটের কারবার করে আসছিলো। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসজেএ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।