ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ

খাগড়াছড়ি: ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অগ্নিসংযোগ, সাংবাদিকদের ওপর হামলা, সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসহ দেশের বিভিন্নস্থানে হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন খাগড়াছড়ির সাংবাদিকরা।
 
বুধবার (৩১ মার্চ) সকালে খাগড়াছড়ি শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।

সর্বস্তরের সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা এতে অংশ নেন।
 
খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাবেক সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, টিভি জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বিশ্বজিৎ রায় দাশ, সাংবাদিক আবু দাউদ প্রমুখ।
 
বক্তারা হেফাজতের তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। স্বাধীনতা বিরোধী এসব মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানান। আহত সাংবাদিকদের যথাযথ পুনর্বাসনেরও দাবি করেন সাংবাদিক নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।