ঢাকা: জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ চেয়ারে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন অর রশিদ।
বুধবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ’চেয়ারে মনোনীত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন অর রশিদ।
তিনি আরও জানান, ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে এই চেয়ার প্রতিষ্ঠা করা হয়। ২০০০ ও ২০০১ সালে বাংলাদেশ এই প্রোগ্রামে অংশ নেয়। তবে বিএনপি-জামাত ক্ষমতায় আসার পর তারা ২০০২ সালে এই প্রোগ্রাম বন্ধ করে দেয়। এখন এই প্রোগ্রাম আবার নতুন করে চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেনহোলজ।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
টিআর/জেআইএম