নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এনামুল ইসলাম বকুল (৬০) নামে এক মাছ চাষির মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলার পাটিচোড়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ধামইরহাট থেকে এনামুল ইসলাম তার নিজ পুকুর থেকে মাছ নিয়ে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার বাজারে বিক্রির উদ্দেশে ভটভটি চালকের পাশের আসনে বসে যাচ্ছিলেন। পথে নজিপুরের পাটিচোড়া বাজার সংলগ্ন এলাকায় পৌঁছার পরপরই অসর্তকতায় তার গায়ের চাদরটি ভটভটির চাকার সঙ্গে জড়িয়ে গলায় ফাঁস লাগে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমন মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে বইছে শোকের ছায়া।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনটি