খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিহত বিশ্বমিত্র চাকমার (৩৬) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের বাবা কিরণ চাকমার কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাবুপাড়া এলাকায় ঘুমন্ত অবস্থায় বিশ্বমিত্রকে গুলি করে হত্যা করা হয়। তিন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের বাঘাইছড়ি শাখার যুব সমিতির সদস্য।
একটি সূত্র থেকে বিশ্বমিত্রকে সংগঠনটির সামরিক শাখার কমান্ডার বলেও জানা গেছে। তিনি উপজেলার মারিশ্যার খাগলছড়া এলাকার কিরণ চাকমার ছেলে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনো জানা যায়নি।
বাঘাইছড়ি থানার নায়েক রাশেদ আলম বলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে বিশ্বমিত্রের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে পুলিশি নিরাপত্তায় মরদেহ খাগড়াছড়িতে আনা হয়। সন্ধ্যায় মারিশ্যার খাগলছড়ার নিজ এলাকায় দাহক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এডি/এএটি