ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ বন্দি শওকত আলী (৪৯) নামে এক হাজতির মৃত্যু হয়ে‌ছে।

শওকত আলী রাজধানী পল্লবী থানা এলাকার মৃত কাওসার আলীর ছেলে।

বুধবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে অসুস্থ হওয়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ে শওকত আলী। এসময় তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শওকত আলীকে মৃত ঘোষণা করেন।

হত্যা মামলায় শওকত আলী কারাবন্দি ছিলেন। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। কয়েদি নম্বর- ৭২৭/১৮ ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।