মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পান্থপাড়া এলাকায় লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের মিন্টু কাজীর ছেলে আরাফাত কাজী (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার আলাউদ্দিন ফকিরের ছেলে তুহিন ফকির (২৩)। নিহতরা দু’জন সম্পর্কে বিয়াই বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে বরিশাল থেকে তেল ভর্তি একটি লরি মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে। লরিটি ডাসার থানাধীন পান্থাপাড়া এলাকায় এলে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয় এবং গুরুতর আহতাবস্থায় আরাফাতকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস