ঢাকা: বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের নেতৃত্বে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন ভারতের রেলপথ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
দিল্লিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে এক রিসিপশনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় রেলপথ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং তার স্ত্রী মিসেস জাকিয়া হাসনাত ইমরান অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের নেতৃত্বে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, শেখ হাসিনা যখন সবশেষ ভারত সফর করেছিলেন, তখন আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণ নিয়ে গভীরভাবে চিন্তা করেন।
ভারতের রেলমন্ত্রী বলেন, এবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ভারত সরকার তাকে গান্ধী পুরস্কার দিয়ে যথাযথভাবে মূল্যায়ন করেছে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের মানুষের জন্য শান্তি ও অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করেননি, তিনি উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন।
তিনি বলেন, শুধু ৫০ বছরে নয়, শত বছরেও ভারত-বাংলাদেশ বন্ধুত্ব অক্ষুণ্ন থাকবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক শক্তিশালী হবে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান তার বক্তৃতায় মুক্তিযুদ্ধের কঠিন দিনগুলোর সময় ভারতের জনগণের সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কূটনীতিক, সরকারি কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ এবং বাংলাদেশের সুহৃদরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
টিআর/এএ