মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের পরাজপাট গ্রামে অগ্নিকাণ্ডে সাহেব মোল্যা নামে এক ব্যবসায়ীর ৫ লাখ টাকার পাটকাঠি পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় আকবর আলী বাংলানিউজকে জানান, আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানার চেষ্টা করেন। খবর পেয়ে মহম্মদপুর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যবসায়ী সাহেব মোল্যার ৫ লাখ টাকার পাটকাঠি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী একটি ঘরও পুড়ে যায়।
মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) সৈয়দ মোস্তাইন আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এনটি