ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

মানিকগঞ্জ: ছুটির দিন হওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের বাড়তি চাপ পড়েছে। সকাল থেকেই দক্ষিণ-পশ্চিম অঞ্চল গামী ছোট গাড়ি (প্রাইভেটকার) ও যাত্রীবাহী পরিবহনের চাপ থাকায় সাধারণ পণ্য বোঝাই ট্রাক পারাপার বন্ধ রয়েছে।

 

শুক্রবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল।  

পাটুরিয়া ঘাট এলাকায় দ্বায়িত্বরত সার্জেন্ট রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, সকাল থেকেই যানবাহনের কিছুটা বাড়তি চাপ রয়েছে। আজ যেহেতু শুক্রবার সে কারণে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ গ্রামের দিকে যাচ্ছে আর এ কারণেই ঘাট এলাকায় কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে তবে ওই সকল যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পারের জন্য সকল ব্যবস্থা নিয়েছি এবং সাধারণ পণ্য বোঝাই ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। যাত্রীবাহী পরিবহনের চাপ কমে আসলে সিরিয়াল অনুযায়ী পণ্যবোঝাই ট্রাকগুলোকে পার করা হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন, শুক্রবার এলেই ঘাট এলাকায় যানবাহনের কিছুটা বাড়তি চাপ পড়ে তবে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়িকে (প্রাইভেটকার) অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এছাড়া জরুরি ভিত্তিতে ওষুধের গাড়ি, অ্যামবুলেন্স, লাশবাহী গাড়ীগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে পাটুরিয়া দুটি ট্রাক ট্রার্মিনালে দুই শতাধিক সাধারণ পণ্যবোঝাই ট্রাক ও শতাধিক যাত্রীবাহী পরিবহন নৌ পথ পারের অপেক্ষায় আছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।