ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

৯০ লাখ টাকার হেরোইনসহ ২ বিক্রেতা আটক

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
৯০ লাখ টাকার হেরোইনসহ ২ বিক্রেতা আটক আটক দুইজন

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজার এলাকা থেকে ৮৮০ গ্রাম হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা। জব্দ মাদকের বাজার মূল্য ৯০ লাখ টাকা।

 

শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় র‌্যাব-৪।  

আটকরা হলেন- চাপাইনবাবগঞ্জের মো. নবাব ও রাজশাহীর নাহিদ ইসলাম।  

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (০১ এপ্রিল) দিনগত রাতে সাভারের আমিনবাজার এলাকায় একটি পেয়াজ ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। সে সময় মাদকবিক্রেতা নবাব ও নাহিদকে আটক করা হয়। জব্দ করা হয় মাদকবহনকারী ট্রাকটিও। জব্দ মাদকের বাজার মূল্য ৯০ লাখ টাকা।  

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে জানান, আটক ওই দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।