ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত নিহত স্কুলছাত্রের স্বজনের আহাজারি। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার নিজনান্দুয়ালী মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় বালু বোঝাই  নাটা গাড়ি  উল্টে  রবিন মোল্ল্যা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।  

রবিন নিজনান্দুয়ালী গ্রামের গোলাম মোল্ল্যার ছেলে।

সে ডিউ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের চলতি বছরের এসএসসি পরিক্ষাথী ছিল।

শনিবার (০৩ এপ্রিল) সকালে নিজনান্দুয়ালী মধ্যপাড়া জামে মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা বিল্লাল মোল্লা জানান, রবিন ও তার বন্ধুরা মিলে বালু ও সিমেন্ট বোঝাই নাটা গাড়ি নিয়ে আঠারোখাদা যাচ্ছিল। পথে নিজনান্দুয়ালী এলাকার মধ্য জামে মসজিদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নাটা গাড়ি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা বালু ও সিমেন্টের নীচে চাপা পড়ে রবিন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাটা গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।