ঢাকা: রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ভাসানচর গেছেন বিদেশি কূটনীতিকরা। শনিবার ( ৩ এপ্রিল) সকালে তারা সেখানে পৌঁছেছেন।
ঢাকার কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মিশনের কূটনীতিকরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শনে গেছেন।
ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছেন কূটনীতিকরা।
এর আগে জাতিসংঘ, ওআইসির নেতারা ভাসানচর পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
টি আর/আরএ