ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

জাতীয়

ভাসানচর পরিদর্শনে বিদেশি কূটনীতিকরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
ভাসানচর পরিদর্শনে বিদেশি কূটনীতিকরা ভাসানচর। ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ভাসানচর গেছেন বিদেশি কূটনীতিকরা। শনিবার ( ৩ এপ্রিল) সকালে তারা সেখানে পৌঁছেছেন।

ঢাকার কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মিশনের কূটনীতিকরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শনে গেছেন।

ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছেন কূটনীতিকরা।

এর আগে জাতিসংঘ, ওআইসির নেতারা ভাসানচর পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১

টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।