ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা থেকে ১ টন জাটকা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
শীতলক্ষ্যা থেকে ১ টন জাটকা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৩ নম্বর মাছ ঘাট এলাকার বন্দরের বাসু ডক সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে এক টন জাটকা মাছ আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) দিনগত রাত ৩টায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই জাটকা আটক করা হয়েছে বলে জানিয়েছে নৌ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা নদীতে অভিযানে নামে নৌ থানা পুলিশের একটি টিম। তাদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে ট্রলারে করে জাটকা মাছগুলো নদীর পাড়ে রেখে চলে যায় অজ্ঞাতরা।

আটক মাছগুলো সকাল ১১ টায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদরাসায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।