ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

জাতীয়

লকডাউন নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য (ভিডিও)

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
লকডাউন নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য (ভিডিও)

লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্প-কলকারখানা চালু থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার তিনি এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। শিল্পকলকারখানাও খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে, ভিন্ন ভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কলকারখানায় কাজ করতে পারে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন জারি করেছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ শনিবার এ ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।