ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৮ মার্চ ২০২৫, ২৭ রমজান ১৪৪৬

জাতীয়

শিবচরের পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
শিবচরের পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) সকালে বাংলাবাজার লঞ্চ ঘাটের তিন নম্বর পন্টুন সংলগ্ন নদীর মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভাসমান মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এখনো মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।