ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাইরে যাওয়া মানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাইরে যাওয়া মানা প্রতীকী ছবি

ঢাকা: আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।

লকডাউন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (০৪ এপ্রিল) এই প্রজ্ঞাপন জারি করে বিধি নিষেধ আরোপ করেছে।

এতে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এমআইএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।