ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

হেফাজত একা নয়, বিএনপি-জামায়াতও তাণ্ডব চালিয়েছে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
হেফাজত একা নয়, বিএনপি-জামায়াতও তাণ্ডব চালিয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা: হেফাজত যে তাণ্ডব চালিয়ে এটা তারা একা নয়, এর সঙ্গে বিএনপি-জামায়াতও জড়িত। সবাই নয় হেফাজতের, এটাই বাস্তবতা।

রোববার (৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা তাণ্ডব চালিয়েছে, ছোট্ট বাচ্চাদের দিয়ে এসব করিয়েছে। বাচ্চাদের হাতে বিস্ফোরক দিয়েছে। শুধু বাড়িতে আগুন না, কুরআন শরিফও পুড়িয়েছে। কী ইসলাম তারা বিশ্বাস করে। ইসলাম ধর্মের নামে এই জ্বালাও-পোড়াও কীভাবে সম্ভব। তারা আগুন দিয়ে যাবে আর জনগণ কি বসে দেখবে।  

‘আমরা ধৈর্য ধরে চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত করার। আমি দেশবাসীকে বলবো ধৈর্য ধরেন। এভাবে ধর্মের নামে অধর্মের কাজ জনগণ মেনে নেবে না। কিছু লোকের জন্য ইসলাম ধর্মের এই অবমাননা মেনে নেওয়া যাবে না। আমি এটুকুই বলবো যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’

তিনি বলেন, এদের কোনো রাজনৈতিক কোনো আদর্শ নেই, কোনো আদর্শ নিয়ে এরা চলে না। হেফাজত একা না এর সঙ্গে বিএনপি, জামায়াতও জড়িত।

এসময় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর রাজীব গান্ধীর মৃত্যুর পরের এক ঘটনা উল্লেখ করে বলেন, রাজীব গান্ধীকে বোমা মেরে হত্যা করা হয়। আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলাম। তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। সেখানে বিশ্বের আরও অনেক নেতারা এসেছিলেন।  

‘প্যালেস্টাইনের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত তখন স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার দিকে হাত বাড়ালেন হ্যান্ডসেক করার জন্য। কিন্তু তিনি হাত গুঁটিয়ে বসে থাকলেন। সেই খালেদা জিয়াই দেখলাম নরেন্দ্র মোদীর সঙ্গে (প্রথম যখন মোদী এসেছিলেন) হ্যান্ডসেক করলেন। আর সেই খিল খিল হাসি। আবার আজ যখন মোদী এলেন তার বিরোধিতা করলেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।