মানিকগঞ্জ: স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোনো বালাই নেই মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটে। অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের জন্য ৬০ শতাংশ হারে ভাড়া বাড়ানো হলেও আগের মতোই গাদাগাদি করে যাত্রী নিয়ে লঞ্চগুলো রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা হচ্ছে।
রোববার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে গাদাগাদি করে যাত্রী নিয়ে লঞ্চগুলো দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় প্রশাসনের গাড়ি কিংবা লোকজন দেখলেই সতর্কবার্তা নিয়ে যাত্রী তোলেন লঞ্চঘাটের লোকজন।
পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্নালাল নন্দী বাংলানিউজকে বলেন, হঠাৎ করে কিছু যাত্রী বেড়ে যাওয়ায় আমরা কয়েকটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চগুলো ছেড়েছি। তবে এখন আর কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছে না।
১৪৮ জন যাত্রী ধারণ ক্ষমতার মেসার্স রিভার লাইন্স অনেক বেশি যাত্রী নিয়ে মাত্র রওনা হলো- এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখন অনেক ব্যস্ত, পরে কথা বলবো।
বিআইডব্লিউটিএর ট্রাফিকের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রুহুল আমিন রিমন বাংলানিউজকে বলেন, আমরা লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন এবং তারা যাতে প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করেন, সে জন্য মাইকিংও করছি। এছাড়া লঞ্চগুলো যাতে ধারণ ক্ষমতার চেয়ে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করে, সেটা আমরা মনিটর করছি। কেউ এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
এসআই