ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মৃত বেড়ে ৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, এপ্রিল ৬, ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মৃত বেড়ে ৩৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

সদর নৌ-থানার পরিদর্শক শহিদুল আলম বাংলানিউজকে জানান, শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় সকালে শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ করেছি। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার (৪ এপ্রিল) রাতে শীতলক্ষ্যায় লঞ্চডুবির পর গত দুই দিনে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।