ঢাকা: রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ থাকার কারণে সকালে অফিসগামীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
রাজধানীতে সকাল থেকে প্রাইভেটকার সিএনজি ও রিকশার মাধ্যমে অফিসগামী মানুষকে যাতায়াত করতে দেখা যায়।
এক সিএনজিতে পাঁচ জন যাত্রী বহন করায় সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে মিরপুরে ১৩ নম্বর এলাকায় কাফরুল থানা পুলিশ সিএনজি আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।
যাদের মুখে মাস্ক নাই তাদেরকে র্যাবের পক্ষ থেকে জরিমানা করা হয় এবং রিকশাওয়ালাদের মাস্ক পরিয়ে দেওয়া হয়।
লকডাউনের প্রথম দিনে বইমেলাতে সকাল বেলায় লোকজন কম থাকলেও দুপুরের পর থেকে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
কেএআর