ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, ডিসেম্বর ৯, ২০২১
সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে শহীদ আলী নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

শহীদ ওই গ্রামের ব্যাবসায়ী মো. শরিফের ছেলে।

শরিফ জানান, আজ সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শহীদ। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে প্রায় ৫ ঘণ্টা পর দুপুর ২টার দিকে তার মরদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে।  

এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।