ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বরগুনাগামী লঞ্চে আগুন  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, ডিসেম্বর ২৪, ২০২১
ঝালকাঠিতে বরগুনাগামী লঞ্চে আগুন  

ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রাণে বেঁচে যাওয়া লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ করে রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে কয়েকশ’ যাত্রী ছিলেন।  

কেউ কেউ প্রাণে বাঁচতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন বলে জানিয়েছেন সোহাগ নামের এক যাত্রী। আগুনে বেশ কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়েছেন কিনা জানা যায়নি।   আহতদের সঠিক সংখ্যা এখনো পর্যন্ত কেউ নির্দিষ্ট করে জানাতে পারেননি। আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।