ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে তুলার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, ডিসেম্বর ২৪, ২০২১
কালিয়াকৈরে তুলার কারখানায় আগুন ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা বরাব এলাকায় রফিকুল ইসলামের তুলার কারখানায় আগুন লাগলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে দুইটি ইউনিট চেষ্টা চালাচ্ছে। আশপাশের আরও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৫৫০, ডিসেম্বর ২৪, ২০২১।  
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।