ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রাণ বাঁচাতে চলন্ত বাস থেকে যুবকের লাফ, এরপর…

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ডিসেম্বর ২৪, ২০২১
প্রাণ বাঁচাতে চলন্ত বাস থেকে যুবকের লাফ, এরপর…

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে বাস থেকে লাফিয়ে পড়ে চাকায় পৃষ্ট হয়ে মোকছেদুল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়নে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকছেদুল রংপুরের পীরগাছার উপজেলার তাম্বুলপুর গ্রামের ওমর আলীর ছেলে।

জানা গেছে, বিকেলে যাত্রীবাহী একটি বাস পলাশবাড়ী থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে সাকোয়া ব্রিজ এলাকায় বাসটির সামনের চাকা লিক হলে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় যাত্রী মোকছেদুল ভয় পেয়ে বাসটি থেকে লাফ দিলে চাকায় পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।