ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, ডিসেম্বর ২৫, ২০২১
কালিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

নড়াইল: নড়াইলের কালিয়া পৌরসভায় সড়ক দুর্ঘটনায় আন্জু সরদার (৬০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় শিমুল শেখ (২৫) ও রেজাউল ইসলাম (২৮) আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুয়েল সরদারের বাবা ছিলেন আন্জু। তিনি উপজেলার সদর বাজারের বিশিষ্ট আমিন জুয়েলার্সের মালিক ছিলেন।

এ ঘটনায় আহত দুই জনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ২৪ ডিসেম্বর রাতে আন্জু তার স্বর্ণের দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার পথে কালিয়া-খুলনা সড়কের থানার মোড় নামক স্থানে পৌঁছালে পিছন দিক আসা একটি মটোরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুমেক হাসপাতালে পাঠালে পথিমধ্যেই তার মৃত্যু হয়।  

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।