ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শীতবস্ত্র পেল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, ডিসেম্বর ২৫, ২০২১
রাজশাহীতে শীতবস্ত্র পেল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী জেলা প্রশাসকের সহযোগিতায় দিনের আলো হিজড়া সংঘের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মহানগরীর শিরোইলে থাকা সংগঠনটির কার্যালয়ে শতাধিক সদস্যের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও বন্ধু মিডিয়া ফোরামের আহ্বায়ক শরীফ সুমন, সংগঠনটির উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সংগঠনটির সভাপতি মোহনা মঈন, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ মিস জুলি, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক হিরণ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।