ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু মৃত মোহন মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার -২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দুদিন পর মোহন মিয়া (৬৪) নামের এক প্রার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজর আলী মৈশানের ছেলে।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, হঠাৎ অসুস্থতা অনুভব করলে বিকেলে পরিবারের লোকজন মোহন মিয়াকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন মোহন মিয়ার বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মরদেহ পরিবারের লোকজন সন্ধ্যার দিকে নিয়ে গেছে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রার্থীর মৃত্যুর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চাইব। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতরে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ আসনে নির্বাচনে অংশ নিতে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।